পরিকল্পনাসম্পন্ন নেতৃত্ব ও জনসমর্থনের সমন্বয়ে পরিবর্তন অনিবার্য : রাষ্ট্রদূত মুশফিক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশাবাদ ও আলোচনার জন্ম হয়েছে। এ প্রসঙ্গে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘কোটি মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসে একটি সম্ভাবনাময় বাংলাদেশের ছবি স্পষ্ট হয়ে উঠছে।’
তিনি লেখেন, ‘স্বপ্ননির্ভর অলীক গল্পের বাইরে এসে এখন একটি সুস্পষ্ট রোডম্যাপ ও দৃঢ় নেতৃত্বের ঘোষণা সামনে এসেছে- We have a plan। এটি পরিবর্তনের পথে এক নতুন দিগন্তের সূচনা।’
মুশফিকুল ফজল আনসারীর মতে, তারেক রহমানের নেতৃত্বে যে রাজনৈতিক পরিবর্তনের বার্তা প্রতিফলিত হচ্ছে, তা কেবল আবেগনির্ভর নয়; বরং পরিকল্পনা, দিকনির্দেশনা এবং জনগণের প্রত্যাশার বাস্তব প্রতিফলন।
তিনি আরও উল্লেখ করেন, ‘A leader with a plan, a people with a mandate—change is inevitable।’ অর্থাৎ, পরিকল্পনাসম্পন্ন নেতৃত্ব ও জনসমর্থনের সমন্বয়ে পরিবর্তন অনিবার্য।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: