আয়মান সাদিক লিখলেন, ‘সেভ আওয়ার স্টুডেন্টস’
কোটা সংস্কারের দাবিতে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। ছাত্ররা মাঠে রয়েছে আর তারকারা সরব হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কিছুদিন আগে ৫ কোটি টাকা বিনিয়োগ হারানো টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক আবারও স্ট্যাটাস দিয়েছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থনে সরব আয়মান সাদিক এবার ফেসবুকে কালো ব্যানার শেয়ার করে লিখেছেন, ‘সেভ আওয়ার স্টুডেন্টস’। আর ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘অল আইজ অন আওয়ার স্টুডেন্টস বা ‘সব নজর এখন আমাদের শিক্ষার্থীদের দিকে।’
এর আগে আয়মান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাক্তাক্ত লোগো পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’
বিভি/এজেড
মন্তব্য করুন: