• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আয়নাঘর ও বীভৎস সব জুলুম নিয়ে কথা বললেন আজহারী

প্রকাশিত: ১৫:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
আয়নাঘর ও বীভৎস সব জুলুম নিয়ে কথা বললেন আজহারী

দেশজুড়ে আবারও আলোচনায় এসেছে পতিত আওয়ামী সরকারের নির্যাতনের অন্যতম কুখ্যাত টর্চার সেল আয়না ঘর। গতকাল প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করার পর সবার টনক নড়েছে। এবার এই ইস্যূ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একপি স্ট্যাটাসে তিনি লিখেছেন, আঁধারের আয়নাঘর আস্তাকুড়ে নিপাত যাক। চির অবসান হোক বীভৎস সব জুলুমের। নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ।

একই পোস্টের কমেন্টে আজহারী লিখেছেন, রাসূল ﷺ বলেন— হে কা’ব ইবনু উজরা! আমার পরে যেসব নেতার উদয় হবে আমি তাদের (অনিষ্টতা) থেকে তোমার জন্য আল্লাহ তা’আলার নিকট আশ্রয় প্রার্থনা করি। যে ব্যক্তি তাদের দ্বারস্থ হলো (সান্নিধ্য লাভ করলো), তাদের মিথ্যাকে সত্য বললো এবং তাদের স্বৈরাচার ও যুলুম-নির্যাতনে সহায়তা করলো, আমার সাথে এ ব্যক্তির কোন সম্পর্ক নেই এবং এ ব্যক্তির সাথে আমারো কোন সংস্রব নেই। এ ব্যক্তি কাওসার নামক হাউজের ধারে আমার নিকট আসতে পারবে না।

পরে আরও লিখেছেন,  অপরদিকে যে ব্যক্তি তাদের দ্বারস্থ হলো (তাদের কোন পদ গ্রহণ করলো) কিন্তু তাদের মিথ্যাকে সত্য বলে মানল না এবং তাদের স্বৈরাচার ও যুলুম-নির্যাতনে সহায়তা করলো না, আমার সাথে এ ব্যক্তির সম্পর্ক রয়েছে এবং এ ব্যক্তির সাথে আমারও সম্পর্ক রয়েছে। শীঘ্রই সে কাওসার নামক হাউজের কাছে আমার সাথে দেখা করবে।
(সুনান আত তিরমিজি : ৬১৪)

বিভি/এজেড

মন্তব্য করুন: