সাদাপাথর লুটপাটে সিলেটের সুনাম ক্ষুণ্ণ, মুশফিক ফজলের আক্ষেপ!

সিলেটের ভোলাগঞ্জে ঐতিহ্যবাহী সাদাপাথর লুটপাটের ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা আলোচিত হওয়ায় নড়েচড়ে বসে প্রশাসনও। এবার ওই ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মুশফিকুল ফজল লিখেছেন, সিলেট অঞ্চলের মানুষ ভদ্রতা, সততা ও ন্যায্যতার জন্য সর্বজনবিদিত। এই মূল্যবোধই সিলেটের পরিচয়কে ছড়িয়ে দিয়েছে দেশ থেকে দেশান্তরে। অথচ সামান্য পাথরের লোভে যারা সেই সুনাম ধুলিস্যাৎ করতে উদ্যোগী হয়েছে, তারা রাজনীতি, প্রশাসন কিংবা পেশাজীবীদের অংশ হওয়ার যোগ্য নয়—তাদের একমাত্র পরিচয় দুর্বৃত্ত।
তিনি আরও লিখেছেন, অঞ্চল কিংবা দলকে টার্গেট করে ঢালাও দোষারোপ সমীচীন নয়। বরং যারা রক্ষক হয়েও ভক্ষক হয়ে উঠেছে, সেই মুষ্টিমেয় অপরাধী চক্রকে শাস্তির আওতায় আনা জরুরি। আমি বিশ্বাস করি, সরকার সেই পথেই অগ্রসর হচ্ছে।
এরপর মুশফিক ফজল লেখেন, ঐতিহ্য ও প্রকৃতির সাথে এমন নিষ্ঠুর আচরণ সহ্য করার কোনো কারণ নেই এবং প্রশ্রয় দেয়া যেতে পারে না।
উল্লেখ্য ওই পাথর লুটের ঘটনায় যৌথবাহিনীর অভিযান চালানো হচ্ছে। যারা জড়িত বলে চিহ্নিত হয়েছেন, তাদেরকে রাজনৈতিক পদ-পদবী থেকেও বহিষ্কার করা হয়েছে। এই লুটের ঘটনায় সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: