• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

দক্ষিণ কোরিয়ার সমুদ্র সৈকতে আজহারী ও শায়েখ আহমদুল্লাহ

প্রকাশিত: ১৭:৫৯, ৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:০০, ৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
দক্ষিণ কোরিয়ার সমুদ্র সৈকতে আজহারী ও শায়েখ আহমদুল্লাহ

একই সাথে দুই ইসলামীক স্কলার মিজানুর রহমান আজহারী ও শায়েখ আহমদুল্লাহর দেখা মিললো দক্ষিণ কোরিয়া গাংগমুন সমুদ্র সৈকতে। সম্প্রতি দেশটিতে অনুষ্ঠিত একটি ইসলামিক কনফারেন্সে যোগ দিয়েছিলেন বাংলাদেশের খ্যাতনামা এই দুই স্কলার।

সেখান থেকেই বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড পেইজে একাধিক ছবি পোস্ট করেছেন আজহারী। গাংগমুন সমুদ্র সৈকতের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া সীমান্ত ডি-মিলিটারাইজড জোন (ডি এম জেড) ও মাজাং লেক, সাসপেনশন ব্রিজে গিয়েছিলেন তারা।

এসব ছবির সাথে ক্যাপশনে পবিত্র কুরআনের একটি আয়াত ‍যুক্ত করে দেন আজহারী। সূরা আল আনকাবুতের ২০ নম্বর আয়াত উল্লেখ করে লিখেছেন, (নবি হে) বলুন, তোমরা পৃথিবীর বুকে সফর করো এবং দেখো তিনি কীভাবে সৃষ্টির সূচনা করেন, তারপর আল্লাহ‌ পুনরায় সৃষ্টি করবেন। অবশ্যই আল্লাহ‌ সর্ববিষয়ে ক্ষমতাবান।

এর আগে গত ৫ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সংউরি মসজিদের নামিয়াংজু স্পোর্টস এন্ড কালচারাল সেন্টারে আয়োজিত ইসলামিক কনফারেন্সে আলোচনা রাখেন এই দুই ইসলামী ব্যক্তিত্ব।

দক্ষিণ কোরিয়ায় উপস্থিত বাংলাদেশি প্রবাসীরা এই দুজনকে পেয়ে বেশ আপ্লুত হয়ে ওঠেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2