• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

জাতীয় সবুজ মিশন, ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা তারেক রহমানের

প্রকাশিত: ২৩:০৯, ৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
জাতীয় সবুজ মিশন, ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা তারেক রহমানের

ফেসবুক থেকে নেওয়া

জাতীয় সবুজ মিশন চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (৫ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে এমন পরিকল্পনার কথা জানান তিনি।

তারেক রহমান বলেন, জাতীয় সবুজ মিশনে ২৫ কোটি গাছ রোপণ, নদী পুনরুদ্ধার, বর্জ্যকে সম্পদে রূপান্তর, কৃষিকাজের আধুনিকীকরণ, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং যুবসমাজের জন্য সুযোগ তৈরি করতে সমুদ্র অর্থনীতি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ঢাকা কেন্দ্রিক প্রবৃদ্ধি নয়, প্রতিটি অঞ্চলকে উন্নত করা হবে। বিশ্ব বাসস্থান দিবসে বিএনপির ৩১-দফা পরিকল্পনাকে এসব সমস্যা সমাধানের জন্য রোডম্যাপ হিসেবে পুনর্ব্যক্ত করেন তিনি।

তিনি অঙ্গীকার করেন, বিএনপি সরকারে আসলে আবাসস্থল এবং ভবিষ্যৎ রক্ষা করবে। একটি সবুজ ও আরও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান তারেক রহমান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2