• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

ব্যারিস্টার মওদুদ অবাক করে দিয়ে সরি বলেছিলেন: তারিক চয়ন

প্রকাশিত: ১৬:৪৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ব্যারিস্টার মওদুদ অবাক করে দিয়ে সরি বলেছিলেন: তারিক চয়ন

যে সকল রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে দীর্ঘ সময় প্রভাব বিস্তার করেছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ। দক্ষ এই পার্লামেন্টারিয়ান ২০২১ সালের ১৬ মার্চ মৃত্যুবরণ করেন।

মওদুদ আহমদকে নিয়ে স্মৃতিচারণ করেছেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া ওর‌ফে তারিক চয়ন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে মওদুদ আহমদের আয়াথে নিজের একটি পুরনো ছবি পোস্ট করে তিনি লিখেছেন:

"বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, এবং ভাইস প্রেসিডেন্ট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ। হাসিনাবিরোধী আন্দোলনে, বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনের আগে তার দৈনিক বাংলার চেম্বারে বিভিন্ন 'জরুরি বার্তা' নিয়ে যেতাম। তিনি খুব স্নেহ করতেন। কিন্ত, একদিন আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিল সংক্রান্ত একটি বিষয় নিয়ে আমি তার ভুল ধরিয়ে দিলে তিনি আমার উপর ক্ষুব্ধ হন। বিষয়টি তার বন্ধু শফি ভাইকে (লেখক-সাংবাদিক শফিক রেহমান তখন জেল থেকে বেরিয়ে লন্ডনে নির্বাসিত) জানালে তিনি বললেন, "চয়ন, ও হয়তো সমালোচনা নিতে পারেনি। ও হয়তো তোমাকে ঠিকভাবে চিনতে পারেনি। থাক্, সিনিয়র মানুষ, তুমি আবার রেগে যেওনা। একবার আমিওতো তোমাকে ভুল বুঝেছিলাম৷ পরে সরিও বলেছিলাম। আমাদের সম্পর্ক আগের চেয়ে আরও মজবুত হয়েছিল। মনে আছে নিশ্চয়ই? ওয়েট করো।" আমাকে অবাক করে দিয়ে কিছুদিন পর ঠিকই ব্যারিস্টার মওদুদ আমাকে ফোন করে সরি বলেছিলেন। আমি সেদিন তাকে বলেছিলাম, "দেখুন, আমি কিন্তু নিজের ব্যক্তিগত কোনো প্রয়োজনে আপনার কাছে কখনো যাইনি। দেশের বা আদর্শের প্রয়োজনেই আপনাদের কাছে যেতাম।" 

যাই হোক, ব্যারিস্টার মওদুদের মতো অনেকেই হাসিনার পতন দেখে যেতে পারেন নি।  আল্লাহ্ তাদের সকলের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করুন। তাদের মতো প্রজ্ঞাবান লোক, বিএনপি কেন, সামগ্রিক রাজনীতিতেই আজ বিরল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2