ড. ইউনূস আগেও বলেছেন, স্বাধীনতার ঘোষক জিয়া: তারিক চয়ন
ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন বলেছেন, 'প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগেও বলেছেন স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান।'
সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তারিক চয়ন লিখেছেন, 'সম্প্রতি সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যার বলেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। এ নিয়ে চারদিকে তোলপাড়৷ কিন্তু, এটা-ই প্রথম নয়। ফ্যাসিস্ট হাসিনার আমলে (২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি) আমাকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি একই কথা বলেছিলেন। আমার ভুল না হলে, আমাকে দেয়া ওই সাক্ষাৎকারেই তিনি এমন কথা আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম বলেছিলেন। আমি তখন মানবজমিনে।'
তিনি আরও লিখেন, "হাসিনাশাহীর আমলে সাক্ষাৎকারের ওই অংশটুকু প্রকাশ না হলেও চলতি বছরের মার্চ মাসে বিএনপি'র ভেরিফাইড সোশ্যাল সাইটগুলো থেকে সে অংশটুকু গুরুত্বসহকারে প্রচার করা হয়।"
বিভি/এজেড




মন্তব্য করুন: