• NEWS PORTAL

  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

হান্নান মাসউদের পাত্রী কে এই শ্যামলী সুলতানা জেদনী?

প্রকাশিত: ২১:১৮, ৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হান্নান মাসউদের পাত্রী কে এই শ্যামলী সুলতানা জেদনী?

শুভ বিবাহের সুসংবাদ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। শুক্রবার (৫ ডিসেম্বর) তিনি বিয়ে করেন শ্যামলী সুলতানা জেদনীকে। অনেকেই জানতে চাচ্ছেন কে এই শ্যামলী সুলতানা?

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মাসউদ-জেদনীর বিয়ের ছবি পোস্ট করে তথ্যটি জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

জানা গেছে, হান্নান মাসউদের পাত্রী শ্যামলী সুলতানা জেদনী জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক। আরও জানা গেছে, জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। অন্যদিকে হান্নানের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়ায়।

এদিকে জুলাইয়ের অনুপ্রেরণা নিয়ে গড়ে ওঠা দুজন রাজনীতিবিদের এই আয়োজনে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে বলেও পোস্টে উল্লেখ করেন সামান্তা শারমিন।

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2