• NEWS PORTAL

  • শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়া দুইবারের প্রধানমন্ত্রী হলে হাসিনা একবারের: তারিক চয়ন

প্রকাশিত: ১৮:৪৪, ২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
খালেদা জিয়া দুইবারের প্রধানমন্ত্রী হলে হাসিনা একবারের: তারিক চয়ন

সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুইবারের প্রধানমন্ত্রী হলে ছাত্রজনতার আন্দোলনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবারের প্রধানমন্ত্রী। এমন মন্তব্য করেছেন ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিকুল ইসলাম ভূইয়া ওরফে তারিক চয়ন।

শুক্রবার (০২ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তারিক চয়ন লিখেছেন, "কেউ কেউ (বিশেষ করে বিদেশ থেকে) লিখছেন বা বলছেন, বেগম খালেদা জিয়া দুইবারের প্রধানমন্ত্রী। সেই যুক্তিতে হাসিনা একবারের প্রধানমন্ত্রী।"

নিজের যুক্তির বিপরীতে এর কারণ ব্যাখ্যা করে তারিক চয়ন লিখেছেন, "২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে দেশে কোনো নির্বাচন হয়নি। তাছাড়া, ২০০৮ সালের নির্বাচন নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে।"

তারিক চয়নের উক্ত ফেসবুক পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। বান্দরবান পৌর ছাত্রদলের আহ্বায়ক মিথুন কান্তি দাশ লিখেছেন, "একবার ও না তাহলে সে (শেখ হাসিনা)।" ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন তারিক চয়নের সাথে সহমত প্রকাশ করে মন্তব্য করেছেন। সহমত প্রকাশ করেছেন নোয়াখালীর কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জুর-ও।

বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মুরাদ্দুজামান মুরাদ লিখেছেন, "তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।" বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের প্রেস সচিব আসিফ সোহানও লিখেছেন, "(বেগম খালেদা জিয়া) তিনবার (প্রধানমন্ত্রী)।"

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2