• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

কফিহাউসের `সুজাতা`র খোঁজ!

প্রকাশিত: ২০:৩৭, ১ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
কফিহাউসের `সুজাতা`র খোঁজ!

কফিহাউসের সুজাতা

 "মান্না দের"কফি হাউসের সেই আড্ডার ঢাকার মইদুল কিছুদিন আগে মারা গেছেন। অন্য বন্ধুরা কে কোথায় এখনও উদ্ধার করতে পারি নি। তবে সেই আড্ডার একমাত্র নারী সুজাতা বেঁচে আছেন বলে দাবি করে ফেসবুকে লিখেছেন জনৈক শফিকুল ইসলাম। 

'শুনেছি তো লাখোপতি স্বামী তার
হিরে আর জহরতে আগাগোড়া মোড়া সে, 
বাড়ি-গাড়ি সবকিছু দামী তার।'

হ্যাঁ ঠিকই ধরেছেন ছবিতে যে ভদ্র মহিলাকে দেখছেন তিনিই "কফি হাউসের সেই আড্ডা" গানের সুজাতা অর্থাৎ সুজাতা রানী দাশ। মান্নাদে'র কফি হাউজের সেই আড্ডার সুজাতা।
"কলকাতা আর্ট কলেজের শিক্ষার্থী ছিলেন সুজাতা রানী দাশ। পরে গাইবান্ধা থেকে সত্তরের নির্বাচিত এমপিএ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ওয়ালিউর রহমান রেজাকে ভালোবেসে বিয়ে করেন। তাঁদের প্রেম ১৯৬২ সাল থেকে, তাঁরা বিয়ে করেন ১৯৭২ সালে। যতদূর জানাযায় ২০১৬ পর্যন্ত সুজাতার বাসস্থান ছিল ঢাকার মোহাম্মদপুরে"।
" সুজাতা এখনো বেঁচে আছেন, তবে তার স্বামী ওয়ালিউর রহমান রেজা গত রমজান মাসে মারা গেছেন। 

সুজাতা স্বামীর সাথে

উল্লেখ্য কফি হাউজের সেই আড্ডা গানটির গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার এবং সুরকার সুপর্ন কান্তি ঘোষ। কোলকাতার কলেজস্ট্রিটে ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত কফি হাউজের আড্ডা এ উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে উজ্জ্বল ভূমিকা রেখেছে।

তথ্য সূত্র- জনৈক শফিকুল ইসলাম

২য় ছবিতে সুজাতা স্বামীর সাথে

মন্তব্য করুন: