হলুদ সাংবাদিকতা থেকে বিরত থাকুন: লিটন দাস

ছবি: ফেসবুক
সাংবাদিকদের হলুদ সাংবাদিকতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ব্যাটিংস্তম্ভ লিটন কুমার দাস। সম্প্রতি আইপিএল খেলতে যাওয়া লিটন এক ম্যাচ খেলেই দেশে ফিরে আসেন। কারণ হিসেবে মেডিকেল ইমার্জেন্সির কথা জানান।
এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে দেশের একটি স্যাটেলাইট টেলিভিশনে একটি প্রতিবেদনে প্রচার করা হয়, লিটন বউয়ের টানে আইপিএল ছেড়েছেন।
শুক্রবার (৬ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ওই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন লিটন দাস। এতে তিনি বলেন- ‘প্রিয় সাংবাদিক, আপনাদের উপর পূর্ণ সম্মান রেখেই বলতেছি আপনারা দয়া করে কোন কিছু নিশ্চিত না হয়ে শুধুমাত্র কল্পনার জগতে বাস করে নিউজ করবেন নাহ। এই খবরটি পুরোপুরি বানোয়াট! মানুষের ব্যক্তিগত জীবনকে সামান্য কিছু টিআরপি'র জন্য সবার সামনে হাস্যকরভাবে তুলে ধরবেন নাহ। দিন শেষে আপনারা হলুদ সাংবাদিকতা থেকে দয়া করে দূরে থাকুন এবং সুস্থ মন মানসিকতার হয়ে সুন্দর এবং সত্য খবর মানুষের সামনে তুলে ধরুন।’ সূত্র: ফেসবুক
বিভি/এমআর
মন্তব্য করুন: