এরই নাম প্রকৃতি, নিশ্চিত মৃত্যু জেনেও কী অপূর্ব সাজ!

নিশ্চিত মৃত্যু জেনেও কি সুন্দর রূপে সেজেছে কৃষ্ণচূড়া গাছটি। এ বর্ষা শেষ বর্ষা এই কৃষ্ণচূড়া গাছটির জন্য। মেয়র আতিকুলের গাছ উপড়ে ফেলার গাড়ি এসে ঠেকেছে গাছের গুড়িতে।
ধানমন্ডিতে ছেলে মেয়েরা দাড়িয়েছে গাছ রক্ষার জন্য। গুলশান-মহাখালীতে কি কেউ আছে গাছের পক্ষ নিয়ে দাঁড়িয়ে মেয়রের দানব যানটাকে রুখে দিবে?
কেউ কি উত্তরে চিফ হিট অফিসারকে তথ্যটা পৌঁছে দিতে পারেন। কোনভাবে কি আজ রাতটা যেন গাছটা বেঁচে যায়।
লেখক: রাজধানীর এক বাসিন্দা
বিভি/এজেড
মন্তব্য করুন: