ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও সাতজনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭৬ জনে।
এই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৬৭ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ২১ হাজার ৫০০ জন।
বুধবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬৭ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯৯ জন। আর ঢাকার বাইরের ১ হাজার ৪৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন সাতজন। এদের মধ্যে পাঁচজন ঢাকার। বাকি দুজন ঢাকার বাইরের বাসিন্দা।
গত ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৫০০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৭ হাজার ১৪৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬৪ হাজার ৩৫৪ জন।
এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১২ হাজার ৪৭৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫২ হাজার ৮১৬ জন এবং ঢাকার বাইরের ৫৯ হাজার ৬৬২ জন।
বিভি/টিটি
মন্তব্য করুন: