• NEWS PORTAL

  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫

মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ: অ্যালান স্টিভেনস

প্রকাশিত: ০৯:৫৫, ১৪ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ০৯:৫৫, ১৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ: অ্যালান স্টিভেনস

কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ইনস্টিটিউট অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের হেড অব স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট অ্যালান স্টিভেনস।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারের ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য: একটি ইতিবাচক কর্ম পরিবেশ সৃষ্টি’ শীর্ষক অধিবেশনে অ্যালান স্টিভেনস বলেন, কমনওয়েলথের উচিত তাদের বিশ্বব্যাপী কর্মীবাহিনীকে তাদের কর্মস্থলে সমর্থিত ও ক্ষমতায়ন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করা।

একই সেশনে যুক্তরাজ্যের এমপি পল ব্রিস্টো বলেন, মানসিক স্বাস্থ্য লিঙ্গ, শ্রেণি বা আয় নির্বিশেষে প্রত্যেককে প্রভাবিত করে। সংস্কৃতি এবং ব্যবসায় নেতৃত্ব এক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনতে পারে।

এর আগে, এদিন সকালে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) সহযোগিতায় বাংলাদেশ প্রথমবারের মতো সম্মেলনের আয়োজন করছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জি ফাউন্ডেশন সম্মেলনের অংশীদার। দুই দিনব্যাপী সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর ১৩ জন মন্ত্রীসহ ৩০০ জনের বেশি আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।

 

বিভি/এইচএস/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2