চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু দুই, নতুন আক্রান্ত ১৪৭
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিত্তরঞ্জন পাল ও ভোলা রাম দাশ নামে মারা গেছেন আরো ২জন। এ সময় নতুন আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে এ তথ্য ।
এনিয়ে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ৬৮ জন। এর মধ্যে সেপ্টেম্বর মাসে মারা গেছেন ১৫ জন।
এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ১৪৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭১ জন এবং বেসরকারি হাসপাতালে ৭৬ জন। এনিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৬৭ জন। এর মধ্যে সেপ্টেম্বর মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৮০ জন।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।
বিভি/রিসি
মন্তব্য করুন: