চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে প্রাণ গেছে ৬৯ জনের।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নিহত মো. হোসাইন মাসুদ নামে ৫৫ বছর বয়সী এই ব্যক্তি। তিনি গত ১২ সেপ্টেম্বর ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭১ জন। এদের মধ্যে নগরীর সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৭১ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১০০ জন।
বিভি/রিসি
মন্তব্য করুন: