• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ডেঙ্গুতে চট্টগ্রামে চলছে ভয়াবহ সেপ্টেম্বর, হাসপাতালে ৩ সহস্রাধিক

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৪:০৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৪:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ডেঙ্গুতে চট্টগ্রামে চলছে ভয়াবহ সেপ্টেম্বর, হাসপাতালে ৩ সহস্রাধিক

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৮জন । এই সময়ে ডেঙ্গুতে নতুন করে কেউ মারা যায়নি। তবে এর মধ্য দিয়ে চলতি মাস সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। 

সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, গতকাল চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন ৪২৫জন। এর মধ্যে নতুন করে ভর্তি হয়েছেন ১৬৮জন। এ পর্যন্ত মোট ৮ হাজার ৮৭৬ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 
 
সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী জানান, চলতি মাসে এ পর্যন্ত ৩ হাজার ৮৯জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১৯জন। তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। 

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৭২ জন। এর মধ্যে শিশু ২৫জন। সবচেয়ে বেশি ২৮জন মারা গেছেন গত আগস্টে।
 

বিভি/এনইউ/এজেড

মন্তব্য করুন: