• NEWS PORTAL

  • বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ডেঙ্গুতে আরও ১৭ জনের মৃত্যু

প্রকাশিত: ১৯:৩৪, ১ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
ডেঙ্গুতে আরও ১৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৭ জন মারা গেছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৮৮২ জন।

রবিবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  মৃতদের মধ্যে রাজধানীতে নয়জন এবং ঢাকা মহানগরীর বাইরে আটজন মারা গেছে। হাসপাতলে ভর্তি  দুই হাজার ৮৮২ জনের মধ্যে ঢাকা মহানগরীতে ৬২৯ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে দুই হাজার ২৫৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নয় হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ ৯৫ হাজার ৯২৫ জন। এর মধ্যে ঢাকায় ৮০ হাজার ৮৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন এক লাখ ১৫ হাজার ৮৪২ জন।

বিভি/রিসি

মন্তব্য করুন: