• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জনস্বাস্থ্য সতর্কতা জারি ভারতের ছয় রাজ্যে

প্রকাশিত: ১৫:৩৩, ২৯ নভেম্বর ২০২৩

আপডেট: ১৫:৩৪, ২৯ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
জনস্বাস্থ্য সতর্কতা জারি ভারতের ছয় রাজ্যে

করোনা মহামারির উপসর্গ থেকে সুরক্ষার আগাম পদক্ষেপ হিসেবে জনস্বাস্থ্য সতর্কতা জারি হয়েছে ভারতের ছয়টি রাজ্যে। সম্ভাব্য আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে হাসপাতাল, ক্লিনিকসহ স্বাস্থ্যসেবা খাতগুলোকে।

কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় রাজস্থান, কর্ণাটক, গুজরাট, উত্তরাখন্ড, হরিয়ানা ও তামিলনাড়ুর রাজ্য সরকারের পক্ষে জরুরি সতর্কতা জারি করা হয়। কর্ণাটকে চিকিৎসা সেবা খাতের পাশাপাশি জনগণকেও ঠাণ্ডা, কাশির সম্ভাব্য বিস্তার নিয়ে সতর্ক করা হয়েছে। সর্দি-কাশিতে আক্রান্ত হলে মাস্ক পরা, হাত ধোয়াসহ কি করা যাবে আর কি করা যাবে না তা জনগণকে জানানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। 

পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয় উল্লেখ করে জনগণকে আশ্বস্ত করেছে রাজস্থানের স্বাস্থ্য বিভাগ। কোভিড মহামারি মোকাবিলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগাম ব্যবস্থা নেয়া হচ্ছে।। নজরদারি বাড়িয়েছে উত্তরাখণ্ডের স্বাস্থ্য বিভাগও। চীনে গতমাসের মাঝামাঝি শিশুদের মধ্যে নিমোনিয়ার ব্যাপক সংক্রমণ ও হাসপাতালে ভর্তির হার বেড়ে যাওয়ার ঘটনাকে গুরুত্বের সাথে নিয়ে এই সতর্কতা জারি করলো ভারত। 

এর আগে, শীতে করোনার উপধরণ ছড়ানোর সতর্কবার্তা দিয়ে আগাম প্রস্তুতির নির্দেশনা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিভি/রিসি

মন্তব্য করুন: