• NEWS PORTAL

  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু 

প্রকাশিত: ২৩:৩৯, ২৯ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু 

প্রতীকী ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭২৮ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে এক হাজার ৭০২ জন। শুক্রবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৪ জন, আর ঢাকার বাইরের ৪২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ২১ হাজার একজন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ৯৪১, আর ঢাকার বাইরের ২ লাখ ৯ হাজার ৮৭৯ জন। 

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৪ এবং ঢাকার বাইরের ১৭০ জন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2