• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সোয়া ২ কোটি শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রকাশিত: ১২:৩৯, ১ জুন ২০২৪

ফন্ট সাইজ
সোয়া ২ কোটি শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ। এই ক্যাম্পেইনের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশ থেকে শিশুমৃত্যু কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও শৈশব অন্ধত্ব রোধ ও শিশুমৃত্যুর হার কমাতেও ভিটামিন এ কার্যকর ভূমিকা পালন করে। 

ন্যাশনাল ইন্সটিটিউশন অব প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন 'নিপসমে' ভিটামিন এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন, স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য এবার। হাম, ডায়রিয়া ও নিউমোনিয়া থেকে মৃত্যুহার কামানো এই ক্যাম্পেইনের উদ্দেশ্য। ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ শিশুকে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫ বছর বয়সী ১৯ লাখ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। 

ভিটামিন এ ক্যাম্পেইন পরবর্তীকালে ঘূর্ণিঝড়-বিধ্বস্ত উপকূলীয় অঞ্চলে পরিচালিত হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2