• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অবশেষে চালু হলো ঢামেক হাসপাতালের বহির্বিভাগ

প্রকাশিত: ১৫:২৫, ৩ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
অবশেষে চালু হলো ঢামেক হাসপাতালের বহির্বিভাগ

ছবি: ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ

অবশেষে দুইদিন বন্ধ থাকার পর চালু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে  সেনাবাহিনী-বিজিবির নিরাপত্তা বলয়ে ১০ টাকার টিকিট কেটে ডাক্তার দেখাতে পারছেন রোগিরা। তবে রোগির চাপ কিছুটা কম। 

এদিকে, আন্দোলণের সমন্বয়ক চিকিৎসক আব্দুল আহাদ জানিয়েছেন, বুধববার (৪ সেপ্টেম্বর) থেকে দেশের সব হাসপাতালের আগের মতো পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালু থাকবে।

রোগিরা ১০ টাকার বিনিময়ে টিকিট কেটে সরাসরি চলে যাচ্ছেন বহির্বিভাগের চিকিৎসকের চেম্বারে। মেডিসিন, চক্ষু, গাইনিসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা দেখছেন রোগি। 

মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। সমন্বয়কারি চিকিৎসক আব্দুল আহাদ জানান, দাবি অনুযায়ী হাসপাতাল প্রশাসন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করেছে। তাই  কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে স্বাস্থ্য সুরক্ষা আইন সংস্কার করে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান চিকিৎসকরা।   

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2