• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৫ জনের, হাসপাতালে ভর্তি ৯৮১

প্রকাশিত: ২০:৫৯, ৮ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৫ জনের, হাসপাতালে ভর্তি ৯৮১

ছবি: সংগৃহীত


রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। দিন দিন খারাপের দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এডিস মশাবাহিত এই রোগে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও ৯৮১ জন এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৭৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ১৬০ জন, ঢাকা বিভাগে ১৫৯ জন, খুলনা বিভাগে ৯৫ জন, বরিশাল বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন ও সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাছাড়া, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৩৮৪ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

২০২৪ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ হাজার ৭৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৯৩ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা বেশী। এর মধ্যে গত সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ৮০ জন। এদিকে, চলতি মাসের প্রথম আট দিনেই ৩০ জন মারা গেছেন।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

 

বিভি/এআই

মন্তব্য করুন: