• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের বন্ধ ভাতা চালু

প্রকাশিত: ২২:৫৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের বন্ধ ভাতা চালু

বৈষম্যবিরোধী চিকিৎসক ফোরামের (বৈচিফ) ধারাবাহিক প্রচেষ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অধিভুক্ত বেসরকারি ১৮টি পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের পুনরায় ভাতা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি বিএসএমএমইউতে পৌঁছেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বৈচিফের সভাপতি ডা. সামিউর রশিদ রিফাত ও সাধারণ সম্পাদক ডা. মাহমুদুল হাসান নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বৈচিফ নেতারা ১৮ ইনস্টিটিউটের বন্ধ ভাতা চালুর ব্যাপারে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

তারা আরও বলেন, বৈচিফ শুরু থেকেই এই বিষয়ে কাজ করে যাচ্ছে। সর্বশেষ অর্থ মণত্রণালয় ঘুরে এটা এ স্বাস্থ্য শিক্ষা সচিব এর ক্লিয়ারেন্স পেয়ে স্বাস্থ্য উপদেষ্টার টেবিলে স্বাক্ষরের জন্য অপেক্ষমান ছিল। গতকাল সন্ধ্যায় স্বাক্ষর শেষে প্রজ্ঞাপন জারি হয়েছে বন্ধ ভাতা চালুকরণের। এর পর স্বাস্থ্য শিক্ষা বাজেট শাখা বেতন বরাদ্দ ও প্রদানের বিষয়টি চূড়ান্ত করে অদ্য পূর্বাহ্নে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে। সবার দোয়া থাকলে, এভাবেই বারংবার সফলতার সোপান তৈরি করে এগিয়ে যেতে চায় বৈচিফ।

বিভি/টিটি

মন্তব্য করুন: