• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ডেঙ্গু পরীক্ষার ১৯ হাজার কিট দিয়েছে চীন 

প্রকাশিত: ২০:২৮, ৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ডেঙ্গু পরীক্ষার ১৯ হাজার কিট দিয়েছে চীন 

ছবি: সংগৃহীত

দেশে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশকে ১৯ হাজার কিট দিয়েছে চীন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এসব কিট হস্তান্তর করা হয়।  

বাংলাদেশে চীনা দূতাবাসের কর্মকর্তা ড. লিউ ইউয়িন কিটগুলো হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের প্রস্তুতি রয়েছে। দেশের যেসব জায়গায় ডেঙ্গুর রেডজোন চিহ্নিত হচ্ছে সেসব জায়গায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার আগেই স্বাস্থ্য অধিদফতর থেকে দেওয়া নির্দেশনা মেনে চলুন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2