• NEWS PORTAL

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

হেলথ ভিজিটর পদকে ১০ম গ্রেডে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার দাবি

প্রকাশিত: ২০:৫১, ২১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হেলথ ভিজিটর পদকে ১০ম গ্রেডে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার দাবি

হেলথ ভিজিটর পদকে ১০ম গ্রেডে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীতকরণ এবং প্রাপ্য অন্যান্য সুবিধা আগের মতো পুনঃস্থাপনের দাবি জানিয়েছে রেজিস্টার্ড ভিজিটর ও ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর অ্যাসোসিয়েশন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আজিমপুর জনকল্যাণ সমিতি অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

সভায় বলা হয়, ২০২৩ সালের হাইকোর্টের রায় অনুযায়ী হেলথ ভিজিটর ও ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর পদটিকে ১০ম গ্রেডে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীত করতে হবে। সেই সঙ্গে প্রাপ্য অন্যান্য সুবিধাসহ আবেদনকারীদের পদের নাম আগের মতোই হেলথ ভিজিটর বা লেডি হেলথ ভিজিটর পুনঃস্থাপন করতে হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির সাবেক সভাপতি সুরাইয়া আক্তার বলেন, শিশু ও মাতৃ স্বাস্থ্য সুরক্ষায় দেশের সব পর্যায়ে কর্মরত এফডাব্লিউভিদের গুরুত্ব তুলে ধরে তাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. সখিনার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা সমিতির মহাসচিব উম্মুল খায়ের ফাতেমা। 

এ সময় অন্যান্যের মধ্যে ওয়াহিদা খাতুন, আমুদা বেগম, ফাতেমা বেগম, লতিফা পারভীন, পেয়ারা বেগম, সামসুন নাহার কনিকা, রেবেকা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2