• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

করোনা নিয়ে আশংকার কথা জানালো ডব্লিউএইচও

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:১৭, ২১ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
করোনা নিয়ে আশংকার কথা জানালো ডব্লিউএইচও

করোনা মহামারি ২০২২ সালেও চলতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

করোনা মহামারি দীর্ঘ হওয়ার আশঙ্কার পেছনে দরিদ্র দেশগুলোর প্রয়োজনীয় টিকা না পাওয়ার বিষয়টি উল্লেখ করেছে ডব্লিউএইচও। জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থার কর্মকর্তা ব্রুস আইলওয়ার্ড বলেছেন, দরিদ্র দেশগুলোর প্রয়োজনীয় টিকা না পাওয়ায় করোনা সংকট অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত হবে। করোনা মহামারি ২০২২ সালেও গভীরভাবে বিদ্যমান থাকতে পারে।

ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যাতে করোনার টিকা সরবরাহের ক্ষেত্রে নিম্ন আয়ের দেশগুলোকে অগ্রাধিকার দিতে পারে, সেজন্য ধনী দেশগুলোর প্রতি সহায়তার আহ্বান জানিয়ে ব্রুস আইলওয়ার্ড বলেন, ধনী দেশগুলোর উচিত, নিজেদের টিকার মজুত পর্যালোচনা করে তা দরিদ্র দেশগুলোকে দান করা।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, করোনা টিকার সিংহভাগ উচ্চ আয়ের বা উচ্চ-মধ্যম আয়ের দেশে চলে গেছে। বিশ্বব্যাপী করোনার যতো ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে, তার মাত্র ২ দশমিক ৬ শতাংশ পেয়েছে আফ্রিকা। এখন পর্যন্ত আফ্রিকা মহাদেশের মোট জনসংখ্যার ৫ শতাংশেরও কমসংখ্যক মানুষ করোনার টিকা পেয়েছেন। সে তুলনায় অন্যান্য মহাদেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ টিকা পেয়েছেন।

টিকার অভাবে থাকা দেশগুলোতে ইতিমধ্যে এক কোটির বেশি ডোজ টিকা সরবরাহ করেছে যুক্তরাজ্য। মোট ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

বিভি/এসডি

মন্তব্য করুন: