• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

করোনা শনাক্ত সাড়ে ১১ হাজার জনের, মৃত্যু বাড়লো ৩ গুণ

প্রকাশিত: ১৮:৩১, ২১ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
করোনা শনাক্ত সাড়ে ১১ হাজার জনের, মৃত্যু বাড়লো ৩ গুণ

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে সংক্রমণ উদ্বেগজনকহারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ হাজার ৪৩৪ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জনে।

একই সময়ে করোনা আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৯২ জনে।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪০ হাজার ১৩৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ। 

এর আগে, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছিলো। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ১০ হাজার ৮৮৮ জন।

বিভি/এসডি

মন্তব্য করুন: