• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

দেশে করোনায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ১১ হাজার

প্রকাশিত: ১৭:০৬, ২৩ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
দেশে করোনায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ১১ হাজার

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন শনাক্ত হয়েছে ১০ হাজার ৯০৬ জন। এর আগে গতকাল (২১ জানুয়ারি) ১৭ জনের মৃত্যু এবং ৯ হাজার ৬১৪ জন রোগী শনাক্ত হয়েছিলো।

রবিবার(২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৬৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছেন ২৮ হাজার ২২৩ জনের।

এদিন নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক শূন্য ২৯ শতাংশ।

২০১৯-এর ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এরপর ২০২০- এর ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

বিভি/রিসি 

মন্তব্য করুন: