• NEWS PORTAL

  • সোমবার, ২০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টানা পাঁচদিন করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ২৭

প্রকাশিত: ১৬:১১, ২৫ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
টানা পাঁচদিন করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ২৭

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায়ও দেশে কারও মৃত্যু হয়নি। এই নিয়ে টানা পাঁচদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। করোনায় এ পর্যন্ত দেশে ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারাসটিতে নতুন করে ২৭ জন আক্রান্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৫৮৩ জন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির শনাক্তের হার ০.৪৩ শতাংশ। এ মোট শনাক্তের হার ১৩.৯৮ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায়  সুস্থ হয়েছেন ২৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৩ হাজার ৭৫৯ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, এদিন ৬ হাজার ৩৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ২৫১টি নমুনা। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি লাখ ৩৯ লাখ ৬৮ হাজার ১৯৫টি। 

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

বিভি/এইচকে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2