• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আরও ৩১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রকাশিত: ২০:০২, ৭ জুলাই ২০২২

ফন্ট সাইজ
আরও ৩১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতালে ৩১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ১৩২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ২৮ জন ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। ঢাকার বাইরে রয়েছেন তিন জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৪৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন এক হাজার ২১৪ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। এ সময় ডেঙ্গুতে মৃতের মোট সংখ্যা ১০৫ জন। সর্বশেষ গত ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2