• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

লাফিয়ে বাড়লো করোনায় মৃত্যু, শনাক্তও ঊর্ধ্বমুখী

প্রকাশিত: ১৭:২৮, ২০ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
লাফিয়ে বাড়লো করোনায় মৃত্যু, শনাক্তও ঊর্ধ্বমুখী

ফাইল ছবি

হঠাৎ করেই দেশে করোনার আক্রমণ বৃদ্ধি পাচ্ছে। মৃত্যুর পাশাপাশি শনাক্তও ঊর্ধ্বমুখী। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে দেশে নতুন করোনা শনাক্ত হয়েছে ৬১৪ জন।

ফলে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৪৫ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জনে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় চার হাজার ৮৩১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ৮২৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৭৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। 

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন। 

বিভি/এজেড

মন্তব্য করুন: