• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

করোনায় বিশ্বে  আরও ১০৫ জনের প্রাণহানি

প্রকাশিত: ১০:১৪, ১৯ মে ২০২৩

ফন্ট সাইজ
করোনায় বিশ্বে  আরও ১০৫ জনের প্রাণহানি

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১০৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৭ জন।

শুক্রবার (১৯ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২১ হাজার ৭৯৭ জন আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। একইসময়ে মৃত্যুর শীর্ষে উঠে এসেছে রোমানিয়া। দেশটিতে ২৬ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮৬০ জন এবং মারা গেছেন ১৪ জন। মেক্সিকোতে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬১৪ জন এবং মারা গেছেন ১০ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন এবং মারা গেছেন ৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৪৬৯ জন এবং মারা গেছেন ১২ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার ৭২৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৭৭ হাজার ৪ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৯ লাখ ৯৬ হাজার ২২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয়ে ২০২০ সালের ৮ মার্চ।

বিভি/টিটি

মন্তব্য করুন: