• NEWS PORTAL

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

বিশ্বে নতুন করে করোনা শনাক্ত ৩৭ হাজার, মৃত্যু ১৮১

প্রকাশিত: ১০:৫৮, ২৭ মে ২০২৩

ফন্ট সাইজ
বিশ্বে নতুন করে করোনা শনাক্ত ৩৭ হাজার, মৃত্যু ১৮১

বিশ্বব্যাপী করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৮১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯৬৮ জন।

শনিবার (২৭ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৭ হাজার ৯৩৩ জন আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। একইসময়ে মৃত্যুর শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। দেশটিতে ৫৬ জন মারা গেছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ৪ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন এবং মারা গেছেন ৩৮ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন ৩১ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৪৮১ জন এবং মারা গেছেন ১৪ জন। ইন্দোনেশিয়া আক্রান্ত হয়েছেন ৫৯৪ জন এবং মারা গেছেন ৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ৭ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮৩ হাজার ৫২৬ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ৬৭৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

বিভি/টিটি

মন্তব্য করুন: