• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ভয়াবহ ডেঙ্গু: বাড়তি বেড দিয়ে রোগীদের সেবা দেয়ার চেষ্টা হাসপাতালগুলোর

প্রকাশিত: ১৪:৩৮, ৩১ মে ২০২৩

আপডেট: ১৪:৩৯, ৩১ মে ২০২৩

ফন্ট সাইজ
ভয়াবহ ডেঙ্গু: বাড়তি বেড দিয়ে রোগীদের সেবা দেয়ার চেষ্টা হাসপাতালগুলোর

রাজধানীর সব হাসপাতালে আশঙ্কাজনক হারে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বাড়তি বেড দিয়ে সেবা দেয়ার চেষ্টা করছে হাসপাতালগুলো। যাত্রাবাড়ি, কাজলা, মুগদা এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। চিকিৎসকরা বলছেন, দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হলে শঙ্কা অনেক বেশি। শিশু ও বয়স্কদের দিনের বেলাও মশারির ভিতরে ঘুমানোর পরামর্শ চিকিৎসকের। 

মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগী সামাল দিতে খুলেছে আলাদা ইউনিট। প্রতিদিনই বাড়ানো হচ্ছে সিট, তারপরও সামাল দেয়া যাচ্ছে না। 

চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর ৬১.৩ শতাংশ ঢাকা দক্ষিণের আর উত্তরের ১৬.৩ শতাংশ। দক্ষিণ সিটি কর্পোরেশনের যাত্রাবাড়ি, কাজলা, মাতুইয়াল, মুগদা এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি।

ডেঙ্গু আক্রান্তরা বলছেন, বাসা-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলেও সিটি কর্পোরেশনের মশার ওষুধ ছিটানো হয় না বললেও চলে। ফলে আক্রান্ত হয়ে হাসপাতালে জায়গা নিতে হচ্ছে।

এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। মার্চ মাসে ১১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। চলতি মাসে এক লাফে বেড়ে তা দাঁড়ায় ৯৪১ জনে। সম্মিলিতভাবে সবাই সচেতন না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। 

অতিমাত্রায় জ্বর, বমি, শরীর ব্যাথা থাকলেও দ্রুত রক্ত পরীক্ষা করে করার পরামর্শও দিয়েছেন চিকিৎসকরা।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: