• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিশ্বে করোনায় আরও ১২৫ জনের প্রাণহানি

প্রকাশিত: ১০:৩৬, ১০ জুন ২০২৩

ফন্ট সাইজ
বিশ্বে করোনায় আরও ১২৫ জনের প্রাণহানি

ফাইল ছবি

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১২৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৯০ জন।

শনিবার (১০ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৫৬ জনের এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৫৭ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩৯২ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৪৮ জন এবং মারা গেছেন ৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১৯০ জন বং মারা গেছেন ৫ জন। প্যারাগুয়ে আক্রান্ত হয়েছে ২২৪ জন এবং মারা গেছেন ২১ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ১ লাখ ৪০ হাজার ৮৪৫ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৯০ হাজার ১৭৪ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ২৫ লাখ ৮১ হাজার ২০১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

বিভি/টিটি

মন্তব্য করুন: