• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

একদিনে ডেঙ্গু কেড়ে নিলো ৪ প্রাণ, হাসপাতালে ৪৩৬

প্রকাশিত: ১৭:২৬, ৩ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
একদিনে ডেঙ্গু কেড়ে নিলো ৪ প্রাণ, হাসপাতালে ৪৩৬

ফাইল ছবি

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি আরও মারাত্মক রূপ নিয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে সারাদেশে ডেঙ্গুতে মোট ৫২ জনের মৃত্যু হলো।

সোমবার (৩ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৭৪ জন ঢাকার এবং বাকি ২৬২ জন ঢাকার বাইরের। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৫৩১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১০২২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯ হাজার ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৬ হাজার ৬৫৫ জন। আর ঢাকার বাইরে ২ হাজার ৫৩৮ জন।

এদিকে ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৬০৬ জন। এরমধ্যে ঢাকায় ৫ হাজার ৫৮৯ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ১৭ জন।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।

এদিকে এ বছর ডেঙ্গু আরও শক্তিশালী হয়ে উঠেছে জানিয়ে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এজন্য চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার কথাও বলছেন তারা। পাশাপাশি মৃত্যুহার কমাতে সচেতনতার বিকল্প নেই বলেও জানান তারা।

বিভি/টিটি

মন্তব্য করুন: