রাশিফল: বিনিয়োগে সাবধান, সঙ্গীর সঙ্গে সময় কাটান
আজ ১৩ সেপ্টেম্বর, ২০২২। মঙ্গলবার, সপ্তাহের তৃতীয় দিন। রাশিফল অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে সেটি জেনে নিন। তবে রাশিচক্র বা জ্যোতিষী যাই বলুক না কেন ভাগ্য নিয়ন্ত্রণের ক্ষমতা প্রত্যেক ব্যক্তির নিজের হাতে।
রাশিফল অনুযায়ী মিথুন রাশির জাতক-জাতিকারা অসুস্থতা থেকে সুস্থতা লাভ করবে। সেই সঙ্গে তুলা রাশির জাতক-জাতিকারা আর্থিকভাবে লাভবান হতে পারবেন।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য। চলুন জেনে নিই কী রয়েছে আজকের রাশিফলে...
মেষ (মার্চ ২১ থেকে এপ্রিল ১৯) : খুশির দিনে উত্তেজনা ও রাগ এড়িয়ে চলুন। কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না।
বৃষ (এপ্রিল ২০ থেকে মে ২০) : সন্ধ্যেবেলায় একটু আরাম করুন। বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। পরিজনের জন্য সমস্যার মুখোমুখি হতে পারেন।
মিথুন (মে ২১ থেকে জুন ২০) : দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি। বিনোদনের জন্য অর্থব্য়য়ের প্রবণতা ত্যাগ করুন।
কর্কট (জুন ২১ থেকে জুলাই ২২) : স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়ে আলোচনা করুন। একে অপরের সঙ্গে সময় কাটান।
সিংহ জুলাই ২৩ থেকে আগস্ট ২২) : তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন। মায়ের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন।
কন্যা (আগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২) : মানসিক দৃঢ়তা বাড়াতে ধ্যান শুরু করুন। সন্তানের জন্য আজ গর্বিত হবেন।
তুলা (সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২): আপনার মনোমুগ্ধকর ব্যবহার সকলের দৃষ্টি আকর্ষণ করবে। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত।
বৃশ্চিক (অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১) : নিজের অনুভূতি আটকে রাখবেন না। আরাম করার জন্য যা করতে চান, সেই সবকিছুই করুন।
ধনু (নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১) : আপনার ইতিবাচক মানসিকতা ও আত্মবিশ্বাস চারপাশের মানুষের মনে ছাপ ফেলবে। অর্থ সংকটের কারণে পরিবারের মতভেদ।
মকর (ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯): সুস্বাস্থ্য সাফল্য বনে আনবে। স্ত্রীর সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনা করুন।
কুম্ভ (জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮) : আপনার ব্যক্তিত্বকে উন্নত করার চেষ্টা করুন। নতুন চুক্তি লাভজনক হবে না।
মীন (ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০): আশাবাদী হোন। ভয়, ঘৃণা, প্রতিশোধের মতো নেতিবাচক মানসিকতা ত্যাগ করুন।
বিভি/এজেড
মন্তব্য করুন: