• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

অনুমোদন নিয়েই স্টারলিঙ্ক ইন্টারনেটের পরীক্ষা চলছে: মোস্তাফা জব্বার

প্রকাশিত: ১৯:৩২, ২৭ জুলাই ২০২৩

আপডেট: ১৯:৪২, ২৭ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
অনুমোদন নিয়েই স্টারলিঙ্ক ইন্টারনেটের পরীক্ষা চলছে: মোস্তাফা জব্বার

পরীক্ষামূলক অনুমোদন সাপেক্ষেই স্টারলিঙ্কের ইন্টারনেট ডাউন লিংক করা হচ্ছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বৃহসপতিবার (২৭ জুলাই) বাংলাভিশনকে এই কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ডিভাইস পরীক্ষার জন্য বিটিআরসি পরীক্ষামুলক অনুমোদন দিয়েছে। আমরা ডিভাইস জায়গায় ডিভাইসগুলোর কার্যকারিতা পরীক্ষা করছি। তারপর আমরা সিদ্ধান্ত নেব, আমরা ব্যবহার করবো কি না। 

বিএসসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. শাহজাহান মাহমুদ বলেন, স্টারলিঙ্কের ডিভাইসগুলোর কার্যকারিতা বিএসসিএর’র ছাদে বসিয়ে পরীক্ষা করা হচ্ছে। স্পেসএক্সের কর্মকর্তারা স্টারলিংকের ইন্টারনেট ও ডাউনলোড স্পিডের নমুনা দেখিয়েছেন। এটি সকালে প্রায় ৫০০ এমবিপিএসে পৌঁছেছিল।

এর আগে, আইসিটি বিভাগের ছাদে অ্যান্টেনা বসিয়ে পরীক্ষা করা হয়ে যেখানে প্রায় দেড় ঘণ্টা ধরে ডিভাইসটি পরীক্ষার সময় ইন্টারনেটের গতি ও সংযোগ ১৫০ এমবিপিএসে স্থিতিশীল ছিল বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ৩ মাস পরীক্ষার পর শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যখাতে কীভাবে ইন্টারনেট ব্যবহার করা যায় সে বিষয়ে স্টারলিংকের সঙ্গে আইসিটি বিভাগের চুক্তি হতে পারে।

স্পেসএক্স বর্তমানে কক্ষপথে প্রায় ৪ হাজার ৫১৯টি স্যাটেলাইটের মাধ্যমে ৭০টিরও বেশি দেশে ইন্টারনেট পরিষেবা দিয়ে যাচ্ছে।

   


 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2