• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

সাইবার হামলা ঝুঁকি: ৩৬ ঘন্টা বন্ধ থাকবে বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেটভিত্তিক কিছু সেবা

প্রকাশিত: ১০:২৯, ১৫ আগস্ট ২০২৩

আপডেট: ১০:৩২, ১৫ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
সাইবার হামলা ঝুঁকি: ৩৬ ঘন্টা বন্ধ থাকবে বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেটভিত্তিক কিছু সেবা

জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেটভিত্তিক কিছু সেবা সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা থেকে বুধবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত কিছু সেবা পাওয়া যাবে না। তবে, ঠিক কোন সেবা বন্ধ থাকবে তা জানানো হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানে হয়েছে।

বাংলাদেশে ব্যাংকের সূত্র জানায়, ১৫ আগস্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে সাইবার হামলা হতে পারে বলে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের সতর্কবার্তা রয়েছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংকের ইন্টারনেটভিত্তিক সেবা বন্ধ থাকতে পারে। সাইবার হামলায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হতে পারে বলে গত ৩১ জুলাই সতর্কবার্তা দেয় ইনসিডেন্ট রেসপন্স টিম।

ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ইন্টারনেটভিত্তিক সেবা আপডেট রাখতে বন্ধের দিন  রক্ষণাবেক্ষণ কার্যক্রম করতে হয়। এরই অংশ হিসাবে কিছু ইন্টারনেটভিত্তিক সেবা বন্ধ থাকবে। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2