• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

চাঁদের মাটিতে ভেঙ্গে পড়লো রাশিয়ার লুনা২৫, টিকে রইল ভারতের চন্দ্রযান-৩

প্রকাশিত: ১৬:০৭, ২০ আগস্ট ২০২৩

আপডেট: ১৬:০৯, ২০ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
চাঁদের মাটিতে ভেঙ্গে পড়লো রাশিয়ার লুনা২৫, টিকে রইল ভারতের চন্দ্রযান-৩

অপ্রত্যাশিত ভাবে চাঁদের মাটিতে ভেঙ্গে পড়েছে রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫। রুশ মাহকাশ সংস্থাকে উদ্ধৃত করে আর্ন্তজাতিক অনেক গণমাধ্যম এই তথ্য দিয়েছে। 

১০ অগস্ট চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল লুনা-২৫। সোমবার চাঁদের মাটিতে নামার কথা ছিল রাশিয়ার যানটির। শনিবার চাঁদের কক্ষপথে নামার আগে ‘জরুরি পরিস্থিতি’র সম্মুখীন হয় মনুষ্যবিহীন যানটির। নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে ছুটে সেটি চাঁদের মাটিতে ভেঙে পড়ে। 

রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ কর্পোরেশন রোসকসমস রোববার সকালে জানিয়েছে, শনিবার গ্রিনিচ মান সময় বেলা ১১টা ৫৭ মিনিটের পর লুনা-২৫ এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যানটি অপ্রত্যাশিত কক্ষপথে চলে গেছে এবং চাঁদের পৃষ্ঠের সাথে সংঘর্ষের ফলে এটি বিধ্বস্ত হয়েছে।’ রাশিয়ার মহাকাশযান যাত্রার প্রায় এক মাস আগে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেছিল ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। বুধবার এটি চাঁদের বুকে নামার কথা। ভারতের সঙ্গে পাল্লা দিয়ে গত ৪৭ বছরে এই প্রথম চন্দ্রাভিযানে শামিল হয়েছিল রাশিয়া। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হল।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2