• NEWS PORTAL

  • বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

তিন দিনের ডেটার মেয়াদ সাতদিন, থাকছে ৩০ দিন ও আনলিমিটেড প্যাকেজ

প্রকাশিত: ২০:০৬, ১৭ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২০:১৩, ১৭ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
তিন দিনের ডেটার মেয়াদ সাতদিন, থাকছে ৩০ দিন ও আনলিমিটেড প্যাকেজ

মোবাইলে ডাটা ব্যবহারকারীদের জন্য নতুন প্যাকেজ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রোববার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ‘মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশিকা-২০২৩’ সংক্রান্ত সভায় এই প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হয়। 

ঘোষিত নতুন প্যাকেজে, আগামী ১৫ অক্টোবর থেকে তিন দিনের ডাটা প্যাকেজ সাত দিন মেয়াদে গ্রাহকদের দিতে হবে মোবাইল অপারেটরদের। এ ছাড়া ৩০ দিন ও আনলিমিটেড প্যাকেজও রাখা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিন ও ১৫ দিন মেয়াদের ডাটা প্যাকেজ বাতিল করা হয়েছে। তবে ব্যবহারকারীরা এখন তিন দিনের ডাটা প্যাকেজ সাত দিন ব্যবহার করতে পারবেন। অর্থাৎ তিন দিন মেয়াদে গ্রাহকরা যে পরিমাণ ডাটা পেতেন সেই পরিমাণ ডাটা সাত দিন ব্যবহার করতে পারবেন।

বিটিআরসি সূত্র জানায়, গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ২০২২ সালে এক নির্দেশিকায় ৩, ৭, ১৫, ৩০ দিন এবং আনলিমিটেড মেয়াদে মোবাইল অপারেটরদের জন্য সর্বোচ্চ ৯৫টি ডাটা প্যাকেজ নির্ধারণ করে দেয় বিটিআরসি। এরপর চলতি বছরের ৩০ মে প্যাকেজ ও ডাটার মূল্যসংক্রান্ত মতবিনিময় সভায় গ্রাহক জরিপের ফলাফল তুলে ধরে বিটিআরসি।

জরিপে অংশ নেওয়া ১ হাজার ৬০০ ডাটা ব্যবহারকারীর মধ্যে ৪৪ দশমিক ৫ শতাংশ বিদ্যমান পাঁচটি মেয়াদ বহাল রাখার পক্ষে মত দেন। অপরদিকে ৫২ দশমিক ৯ শতাংশ গ্রাহক চান ৭, ৩০ ও আনলিমিটেড মেয়াদের প্যাকেজ। সেই অনুযায়ী ৩ ও ১৫ দিনের মেয়াদ বাতিল করা হয়।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এ ছাড়া মোবাইল অপারেটরদের সংগঠন এমটব এবং মোবাইল ফোন অপারেটরদের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: