খুলনায় "সাইবার সচেতনতা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শনিবার (২১ অক্টোবর) খুলনা সিটি কর্পোরেশনের নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে "সাইবার সচেতনতা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় ডিজিটাল নিরাপত্তা এজেন্সি (প্রস্তাবিত জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) জনাব লস্কার তাজুল ইসলাম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো: কামরুজ্জামান এনডিসি । আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কাজী মোঃ রকিবুল আলম ,সিএসই বিভাগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২০ বিজয়ী ও সাইবার টিনস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমান।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, ডিএসএর কর্মকর্তা-কর্মচারী, খুলনা জেলা আইসিটি অধিদপ্তরের কর্মকর্তা এবং খুলনা প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারী সহ আরো অনেকে।
সেমিনারের প্রধান অতিথি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্দ্যেগ সমূহ তুলে ধরেন এবং টেকসই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সাইবার সচেতন হওয়ার পাশাপাশি গুজব, মিথ্যা তথ্য প্রচার এবং সাইবার অপরাধ প্রতিরোধে এক সঙ্গে কাজ করার জন্য বলেন।
মূল প্রবন্ধে ডিএসএ’র মহাপরিচালক নতুন পাশকৃত সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর প্রয়োজনীয়তা এবং অন্যান্য বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা এজেন্সি (প্রস্তাবিত জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি) এর বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
সেমিনারের সভাপতি জনাব লস্কার তাজুল ইসলাম সিটি কর্পোরেশনের কর্মচারীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের উপরে গুরুত্বারোপ করেন এবং অভিভাবকদের সাইবার সচেতন হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
উক্ত সেমিনারে অংশগ্রহণকারী গণশিশুদের এবং শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার এবং সাইবার সিকিউরিটি বিষয়ক বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন। পরে মুল প্রবন্ধ উপস্থাপক, আলোচকবৃন্দ এবং ডিএসএ’র কর্মকর্তাগণ উক্ত প্রশ্ন সমূহের উত্তর দেন ।
অন্যদিকে, শুক্রবার (২০ অক্টোবর) ডিএসএ কর্তৃক মিলিটারি কলেজিয়েট স্কুল, ফুলতলায় ‘গুজব, সাইবার বুলিং তথা সাইবার ক্রাইম প্রতিরোধ শীর্ষক’ আরো একটি সেমিনার আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে স্কুলের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং ডিএসএ’র কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলিটারি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সলমন ইবনে এ রউফ, পিএসসি এবং সভাপতিত্ব করেন তাসনীম জাহান, উপজেলা নির্বাহী অফিসার, ফুলতলা, খুলনা।
বিভি/ এসআই
মন্তব্য করুন: