বাংলাভিশনসহ ৪ টেলিভিশনের ইউটিউব চ্যানেল ব্লক করলো ভারত

বাংলাভিশনসহ ৪ টেলিভিশনের ইউটিউব চ্যানেল ব্লক করলো ভারত
দেশের চারটি টেলিভিশনের ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত। জাতীয় নিরাপত্তাসংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর এ পদক্ষেপ নিয়েছে ইউটিউব। চ্যানেল চারটি হলো- বাংলাভিশন, যমুনা টিভি, একাত্তর টিভি এবং মোহনা টিভি। শুক্রবার (৯ মে) তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাভিশন, যমুনা টিভি, একাত্তর টিভি এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল ভারতের দর্শকেরা দেখতে পারবেন না। ভারতের ভূ-অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে। তাতে বলা হয়, ‘এই কনটেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।’
ডিসমিসল্যাব বলেছে, তাদের প্রতিবেদন প্রকাশের সময় (শুক্রবার রাত আটটা) পর্যন্ত চ্যানেলগুলোতে প্রবেশ করা যায়নি। ইউটিউব থেকে ব্লক–সম্পর্কিত একটি আনুষ্ঠানিক নোটিশ তারা পেয়েছে।
বিষয়টি যাচাইয়ের জন্য ডিসমিসল্যাব ভিপিএনে (ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) যুক্ত হয়ে আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানায় ভারতীয় অবস্থান নিশ্চিত করার পর ইউটিউবের অফিশিয়াল সাইটে গিয়ে তাদের তালিকাভুক্ত ৩৮টি বাংলাদেশি সংবাদ ও মিডিয়া চ্যানেল যাচাই করে। যার মধ্যে বাংলাভিশন, যমুনা টিভি, একাত্তর টিভি এবং মোহনা টিভিতে প্রবেশ করা যায়নি। পাশাপাশি চ্যানেলগুলোতে জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি নির্দেশনাসংবলিত বার্তা দেখা যায়।
ইউটিউব ভারতের আইন ‘ইন্টারমিডিয়ারি গাইডলাইনস ও ডিজিটাল মিডিয়া এথিকস কোড রুলস’ মেনে চলে। এ আইনের অধীনে ভারত সরকার কোনো কনটেন্ট (আধেয়) ও চ্যানেলকে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব বা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করলে তা ব্লক করার নির্দেশ দিতে পারে।
ডিসমিসল্যাবের প্রতিবেদনে আরও বলা হয়, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে ভারত সরকার দেশটির স্বাধীন সংবাদমাধ্যম দ্য ওয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট নিজ দেশে ব্লক করেছে।
উল্লেখ্য, বাংলাভিশন টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও পরিবেশন করে থাকে। অত্যন্ত দক্ষ জনবল দ্বারা নিয়মিত ফ্যাক্ট চেকিংয়ে মাধ্যমে গণমাধ্যমটি তাদের সংবাদ পরিবেশন করে। টেভিশনটির ফেসবুক ও ইউটিউব চ্যানেল সম্প্রতি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে বাংলাভিশনের ‘ওয়ার্ল্ড নিউজ বুলেটিন’ বিগত বেশ কিছুদিন যাবৎ দর্শকদের আগ্রহের কেন্দ্রে অবস্থান করছে। ইউটিউব ও ফেসবুক ভিউয়ের দিক থেকে অসামান্য অর্জন ধরে রেখেছে চ্যানেলটি।
বিভি/এমআর
মন্তব্য করুন: