ফোন কল রিসিভ করতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫.২৪ লক্ষ টাকা গায়েব

অনলাইনে প্রতারনা বেড়েই চলেছে। প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ এই প্রতারণার শিকার হচ্ছেন। কেউবা খোয়াচ্ছেন লাখ লাখ টাকা। ফিশিং ইমেল,জাল চাকরির অফার, ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম এবং ভুয়া ফোন কলের মাধ্যমে লুটিয়ে নেওয়া হচ্ছে টাকা। কখনো কখনো ফোন রিভিস করলেই হ্যাক হয়ে যাচ্ছে ফোন। তাও আবার কয়েক সেকেন্ডে।
সম্প্রতি ঘটে যাওয়া এমনই একটি ঘটনা আজকে জানাবো। যিনি ফোন রিসিভ করার পর তার কাছে একটি মেসেজ আসে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫.২৪ লক্ষ টাকা উধাও হয়েছে।
পুরো ব্যাপারটা কী ঘটেছে?
মহারাষ্ট্রের থানের ২৪ বছর বয়সী এক মহিলার ফোনে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। অপর প্রান্তের ব্যক্তি নিজেকে স্থানীয় ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ডিভিশন থেকে বলে দাবি করেছিল।
স্ক্যামার বলেন, আপনার কার্ডের কিছু পেমেন্ট বাকি রয়েছে। আপনাকে একটি APK ফাইলের মাধ্যমে একটি অ্যাপ ডাউনলোড করে পেমেন্ট করতে হবে। স্ক্যামারের কথা অনুযায়ী, মহিলা ফাইলটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গে একটি মেসেজ আসে, সেখাপনে দেখা যায় তার অ্যাকাউন্ট থেকে ৫.২৪ লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে।
এই ধরনের স্ক্যাম থেকে বাঁচবেন কীভাবে?
এই ধরনের বিপদ এড়াতে কিছু বিষয় মাথায় রাখার কথা বলছেন বিশেষজ্ঞরা। প্রথমটি হল যে কোনও অজানা ইমেল এবং ফোন কল দেখলে সতর্ক হওয়া। কোনওভাবেই অজানা কলে কারও কথা বিশ্বাস না করা। কোনও ব্যাঙ্ক থেকে এভাবে ফোন করে না। তার যদি সন্দেহ হয়, তাহলে ব্যাঙ্কে গিয়ে কথা বলা যেতে পারে। আর অজানা নম্বরটি ব্লক করে দেবেন।
বিভি/ এসআই
মন্তব্য করুন: