ডার্ক ওয়েবে নমুনা পোস্ট
৮১ কোটি ভারতীয় নাগরিকের তথ্য বেহাত, নড়েচড়ে বসেছে প্রশাসন

প্রতীকী ছবি
একজন সাইবার অপরাধী ভারতীয় ৮১.৫ মিলিয়ন নাগরিকের তথ্য বিক্রির জন্য একটি ফোরামে বিজ্ঞাপন দিয়েছে। যেখানে ভারতীয় নাগরিকদের আধারকার্ড ও পাসপোর্টের তথ্য, নাম, ফোন নাম্বার এবং পূর্ণ ঠিকানা রয়েছে বলে দাবি করা হয়েছে। যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।
ওই সাইবার দুষ্কৃতিকারীর দাবি, যে তথ্য বিক্রির জন্য পোস্ট দেওয়া হয়েছে তা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্স (আইসিএমআর)’ এর তথ্য ভান্ডার থেকে নেওয়া। ভারতীয় একাধিক মিডিয়ার বলছে, আইএসএমআর মামলা করলে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) বিষয়টি নিয়ে তদন্ত করতে প্রস্তুত আছে।
ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ তাদের প্রতিবেদনে বলছে, বিষয়টির সত্যতা জানতে আইএসএমআর মহাপরিচালককে ফোনকল এবং বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভারতীয় সার্ট বিষয়টি আইএসএমআরকে জানিয়েছে এবং তারা বিজ্ঞাপনে প্রদত্ত নমুনা ডেটা পরীক্ষা করে মূল ডেটার সাথে মিলও খুঁজে পেয়েছে।
বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে ভারতীয় বিভিন্ন সংস্থা এবং মন্ত্রণালয় ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছে। নিউজ১৮ এর প্রতিবেদন বলছে, তথ্য বেহাতের এই ঘটনার সাথে ভারতের বাইরের কেউ জড়িত থাকতে পারে। বর্তমানে তথ্য বেহাতের ফলে ক্ষতি কমিয়ে আনতে কাজ করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আমেরিকার সাইবার সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স এজেন্সি “রিসিকিউরিটি” বিষয়টি প্রথম নজরে আনে। প্রতিষ্ঠানটি জানায়, ৯ অক্টোবর একটি ফোরামে “pwn0001” নামের এক সাইবার অপরাধী ৮১৫ মিলিয়ন ভারতীয়ের তথ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে পোস্ট দেয়, যার ফাইল সাইজ ৯০ জিবি ফাইল ফরমেট জিপ-সিএসভি।
উল্লেখিত সাইবার অপরাধী বেহাত হওয়া তথ্যের কিছু নমুনা পোস্ট করেছে। রিসিকিউরিট ‘র টিম হান্টার তাদের পর্যবেক্ষণে বলছে, আধার ডেটা ফাঁসের চারটি বড় প্রমাণ পাওয়া গেছে ৷ ফাঁস হওয়া নমুনাগুলির মধ্যে একটিতে ভারতীয় নাগরিকদের তথ্য সম্পর্কিত একলাখ রেকর্ড রয়েছে। এই তথ্য ফাঁসে, HUNTER বিশ্লেষকরা নাগরিকদের বৈধ আধার কার্ডের তথ্য চিহ্নিত করেছেন।
সূত্র জানিয়েছে, আইসিএমআর ফেব্রুয়ারি থেকে একাধিক সাইবার-আক্রমণের শিকার হয়েছে। কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা সেই সময় প্রতিষ্ঠানটিকে সতর্ক করেছিলো। গত বছর আইএসএমআর সার্ভারে ৬০০০ বারের বেশি সাইবার হামলা চালানো হয়েছিলো বলেও জানা যায়।
বিভি/ এসআই
মন্তব্য করুন: