• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মহাকাশে সবজি চাষে সফল চীনা বিজ্ঞানীরা

প্রকাশিত: ১৫:৩৫, ৫ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
মহাকাশে সবজি চাষে সফল চীনা বিজ্ঞানীরা

ছবি: টিভি৯ বাংলা

মহাকাশে টমেটো এবং লেটুস উৎপাদন করে বিশ্বকে অবাক করে দিয়েছেন চীনের মহাকাশ বিজ্ঞানীরা। বহুদিনের চেষ্টায় তারা এটি করতে সক্ষম হয়েছেন। 

টিভি৯ বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, চীনা মহাকাশ বিজ্ঞানীরা তিয়াংগং স্পেস স্টেশনে টমেটো এবং লেটুস গাছ নিয়ে অনেকদিন ধরেই গবেষণা করছিলেন। অবশেষে তারা সক্ষম।

 শুধু তাই নয়, Shenzhou 16 মিশনে থাকা মহাকাশচারী ও যাত্রীরা সেগুলি কেটে খেয়েছেন। Shenzhou 16 মিশন ভবিষ্যতে বিরাট একটি মিশনে পরিণত হতে চলেছে, সে কথা বলাই যায়। 

স্পেস ডটকমের (Space.com) এক প্রতিবেদনে বলা হয়েছে, চিনের শেনঝো ১৬ মিশনের মহাকাশচারীরা তাদের কয়েক মাসের দীর্ঘ যাত্রা সফলভাবে শেষ করে পৃথিবীতে ফিরে এসেছেন। এই যাত্রার সবচেয়ে বড় সাফল্য হল, চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) তিয়াংগং স্পেস স্টেশনে লেটুস এবং টমেটো চাষ করা।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: