ছোট এই ডিভাইসটি কল করবে, ম্যাসেজও পাঠাবে, স্ক্রিন হাতের তালুতে

স্টার্টাপের নাম Humane, গড়েছেন অ্যাপলের দুই প্রাক্তন কর্মী। সেই কোম্পানি থেকেই এবার এমন এক ডিভাইস তৈরি করেছে যা বিশ্ব এর আগে কখনো দেখেনি।
দুই বন্ধু মিলে তৈরি করে ফেলেছন একটি পরিধানযোগ্য ডিভাইস, যার নাম AI Pin। ছোট, হাল্কা এই ডিভাইস চৌম্বকীয় ভাবে আপনার জামায় আটকে থাকবে। সেন্সর, প্রোজেক্টর এবং AI প্রযুক্তি ব্যবহার করে ছোট্ট এই ডিভাইসই আপনাকে এমন কিছু ফিচার দেবে, যা কল্পনাও করতে পারবেন না। পিনের যত ফিচারই থাকুক না কেন, এতে কিন্তু কোনও ডিসপ্লে নেই। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে তথ্যগুলি কোথায় দেখাবে? যদি বলি আপনার হাতে, তাহলে বিশ্বাস করবেন?
AI Pin কী:
এআই পিন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা নির্ভর এই পিন হল একটি স্ক্রিনলেস ওয়্যারেবল ডিভাইস। প্রযুক্তির সঙ্গে ইন্টার্যাাক্ট করার আরও প্রাকৃতির এবং সজ্ঞাত উপায় হিসেবে ডিজ়াইন করা হয়েছে ডিভাইসটি। ডিভাইসটি খুভ ছোট্ট এবং হাল্কা হওয়ার ফলে তা আপনার পোশাকের যে কোনও জায়গায় পরে নিতে পারেন।
এই AI Pin-এর পাওয়ারের কাজটি করছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রক্রিয়া। যদিও নির্দিষ্ট করে কোয়ালকম প্রসেসরটির নাম জানায়নি সংস্থাটি। ক্যামেরা থেকে শুরু করে মাইক্রোফোন, অ্যাক্সিলারোমিটারের মতো একাধিক সেন্সর রয়েছে এতে। ডিসপ্লে নেই তো কী! সমস্ত সেন্সর কাজে লাগিয়ে যাবতীয় তথ্যগুলি আপনার হাতের তালুতে দেখাবে।
AI Pin কীভাবে কাজ করবে:
AI Pin কাজ করে বিভিন্ন সেন্সরের কম্বিনেশন এবং AI প্রযুক্তির মেলবন্ধনে। আর সেই এআই প্রযুক্তিগুলি লার্ড ল্যাঙ্গুয়েজ মডেল বা LLM এর উপরে ভিত্তি করে নির্মিত। এর মাধ্যমেই ডিভাইসটি আপনার চাহিদা অনুযায়ী প্রাসঙ্গিক তথ্য এবং কার্যকারিতা প্রদান করবে।
উদাহরণস্বরূপ, ধরুন আপনি রাস্তায় হাঁটতে বেরিয়েছেন। সেই সময় AI Pin তার ক্যামেরা কাজে লাগিয়ে আপনার সামনে গন্তব্যের ল্যান্ডমার্কগুলি এক-এক করে হাজির করতে পারে। সেখান থেকে কাছাকাছি রেস্তোরাঁ বা বাস স্টপের দূরত্বের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলিও আপনার হাতের তালুতে প্রদর্শন করতে পারে। সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালের মধ্যে এই ডিভাইস নেভিগেশন করার মতো ক্ষমতাও পেয়ে যাবে।
আবার, অন্যান্য ডিভাইস নিয়ন্ত্রণ করার মতোও ক্ষমতা রয়েছে এই ডিভাইসের। যেমন, Humane AI Pin এর সাহায্যে আপনি ফোন কল করতে পারবেন, টেক্সট মেসেজ পাঠাতে পারবেন, স্মার্টফোনে মিউজ়িক প্লে করতে পারবেন, বাড়ির বিভিন্ন স্মার্ট হোম ডিভাইসও নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও অন্যান্য AI চালিত অ্যাপ্লিকেশন যেমন ট্রানস্লেশন পরিষেবা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল ট্রেনারদেরও অ্যাক্সেস দিতে পারে ছোট্ট এই ডিভাইস।
সবথেকে বড় কথা হল, AI Pin এ নিরাপত্তার বিষয়টি জোরদার করা হয়েছে। এতে রয়েছে একটি বিল্ট-ইন প্রাইভেসি ইন্ডিকেটর লাইট, যা ডিভাইসের ক্যামেরা, মাইক্রোফোন বা ইনপুট সেন্সরগুলি অ্যাক্টিভ করা হলে আপনাকে জানাতে পারবে। আবার, আপনি চাইলে যে কোনও সময় ডিভাইসের সেন্সরগুলি ডিসেবল করতে পারবেন।
AI Pin এর দাম কত:
আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেই পাওয়া যাবে ডিভাইসটি। সেখানে AI Pin এর প্রি-অর্ডারও শুরু হয়ে গেছে এর মধ্যেই। ডিভাইসটির দাম ৬৯৯ মার্কিন ডলার বা ৫৮,২৭৭ টাকা প্রায়। ২০২৪ সালের শুরুতেই এই ডিভাইসের শিপিং শুরু হবে এবং তারপরই তা পৌঁছে যাবে বিশ্বের অন্যান্য প্রান্তে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: