• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সূর্যের আলোয় বদলে যাবে হাতের স্মার্টফোনের রং!

প্রকাশিত: ২২:২৩, ২৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
সূর্যের আলোয় বদলে যাবে হাতের স্মার্টফোনের রং!

সূর্যের আলোয় বদলে গেল হাতে থাকা স্মার্টফোনের রং! স্মার্টফোনের লুক আর ডিজাইনের পাশাপাশি পরিবর্তন আসছে রঙের ব্যবহারেও। সেই উদ্ভাবনকেই তুলে ধরছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ভিভোর নতুন ফোনে থাকছে রঙের চমক। 

কালার চেঞ্জিং গ্লাস ডিজাইন নিয়ে শিগগিরই আসছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি৩০ লাইট। প্রিমিয়াম ডিজাইনের এই স্মার্টফোনের ব্যাক সাইডে পাওয়া যাবে চমৎকার এই সুবিধা। ইউভি লাইট বা সূর্যের আলোতে মুহূর্তেই পরিবর্তন হবে ব্যাক সাইডের কালার। দেবে অভিনব লুক।

ভিভো ভি৩০ লাইট এর প্রিমিয়াম ডিজাইনে আরও যুক্ত হয়েছে ম্যাটালিক হাই গ্লোস ফ্রেম। যারা কম সময়ে দ্রুত চার্জ দিতে চান তাদের জন্য বাজেটের মধ্যে সর্বোচ্চ চার্জিং সুবিধাও রেখেছে ভিভো। ভিভো ভি৩০ লাইট স্মার্টফোনটিতে থাকবে ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জার। যা মাত্র ৪৩ মিনিটেই এর ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম। 

গ্লোবাল স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিভো এবার দ্রুত চার্জের পাশাপাশি ব্যাটারি হেলথ নিয়েও গবেষণা করেছে। এর ফলাফল পাওয়া যাবে ভিভোর নতুন এই স্মার্টফোনে। ভিভো ভি৩০ লাইটে থাকছে সুপার চার্জ পাম্প। এটি যেমন এর ব্যাটারি দ্রুত চার্জ করবে তেমনি সবচেয়ে কম তাপ উৎপন্ন করে স্মার্টফোনের ব্যাটারিকে সুরক্ষিত রাখবে। ফলে চার্জের সময়ে, মাল্টিটাস্কিং বা প্রচণ্ড রোদের তাপেও ভিভো ভি৩০ লাইট থাকছে ঠান্ডা।

মাত্র ৭.৭৯ মিলিমিটার স্লিম বডি থাকছে ভিভো ভি৩০ লাইট স্মার্টফোনে। ডিসপ্লে হিসেবে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। থাকবে ৮ জিবি র‍্যাম যা বাড়ানো যাবে আরো ৮ জিবি পর্যন্ত। সাথে আরো থাকছে ২৫৬ জিবি স্টোরেজ সক্ষমতা। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2